তীব্র গরমে জনজীবন নাভিশ্বাস।।চুয়াডাঙ্গা ও মেহেরপুর,তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি

ফাইল ছবি।

নিউজ দেস্ক
তীব্র গরমে জনজীবন নাভিশ্বাস। এমন অবস্থায় বিশেষ করে শ্রমজীবীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। টানা ২৭ দিনের দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে সারাদেশের মানুষ। এ অবস্থায় স্বস্তির খবর মিলছে না আবহাওয়ার পূর্বাভাসেও। পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ দেশের বেশ কয়েকটি জেলা। শনিবার (২৭ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ দুই জেলায়।

আবহাওয়া বার্তায় শনিবার দুপুর ৩টা পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুরে সর্বোচ্চ ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় মেহেরপুরে বাতাসের আর্দ্রতা ছিল ৪৮ শতাংশ।

এছাড়া চলতি বছর এখন পর্যন্ত রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। অনলাইন।

২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ২৬টি জেলার ওপর দিয়ে দাবদাহ বয়ে যাচ্ছে। ঢাকার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।