নিউজ ডেস্কঃ
জাতিসংঘ শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে যে, ইউক্রেনে নির্বিচারে বোমা হামলা চালিয়ে বেসামরিক লোকদের হত্যা এবং স্কুল ও হাসপাতাল ধ্বংস করা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, “রুশ সশস্ত্র বাহিনী জনবহুল এলাকায় নির্বিচারে গোলা ও বোমা বর্ষণ করে বেসামরিক মানুষকে হত্যা এবং হাসপাতাল, স্কুল এবং অন্যান্য বেসামরিক অবকাঠামো ধ্বংস করেছে। এধরণের কর্মকান্ড যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।”
জাতিসংঘ বলছে,স্থানীয় সময় গত ২৪ ফেব্রুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত ইউক্রেনে রুশ হামলায় পাঁচ হাজার ২৬৪ বেসামরিক লোক হতাহতের ঘটনা ঘটেছে। খবর আল-জাজিরা’র। অনলাইন ।
হতাহতদের মধ্যে দুই হাজার ৩৪৫ জন বেসামরিক লোক নিহত এবং দুই হাজার ৯১৯ জন আহত হয়েছেন। এর মধ্যে শিশুরাও রয়েছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের (ওএইচসিএইচআর) সর্বশেষ এসব তথ্য জানা যায়।
সংস্থাটি আরও জানায়, বেশিরভাগ বেসামরিক লোক হতাহতের ঘটনা ঘটেছে বিস্তৃত এলাকাজুড়ে বিস্ফোরক অস্ত্র ব্যবহারের কারণে।