নিউজ ডেস্কঃ
বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল পাশা আর নেই (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজিউন)।
আজ শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় নগরের মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে সাংবাদিক মোস্তফা কামাল পাশার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
বর্ষীয়ান এই সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল পাশা দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন।
জানা গেছে, জুমার নামাজের পর নগরীর কাজির দেউরি কাঁচা বাজারস্থ মসজিদে প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেলা আড়াইটায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। হাটহাজারী তার নিজ বাড়িতে তৃতীয় জানাজা এবং দাফন সম্পূর্ণ হবে।
সাংবাদিক মোস্তফা কামাল পাশা বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের একজন সক্রিয় কর্মী ছিলেন।
সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চায় সক্রিয় ছিলেন মোস্তফা কামাল পাশা। তার প্রকাশিত গল্পগ্রন্থ- ঠিকানা লাশকাটা ঘর, ভয় নেই আমরা আছি। প্রকাশিত উপন্যাস- নীল বিষের ছোঁয়া, চন্দ্রিমা, উড়ুক্কু পোকামাকড়।