বিদেশ ডেস্কঃ
বিশ্বের শীর্ষ মার্কিন ধনকুবের এলন মাস্ক ৪৩ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। খবর সিএনএনের৷
টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনে প্রতিষ্ঠানের বৃহত্তম শেয়ার মালিক হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই একের পর এক নাটকীয়তার জন্ম দিয়েছেন।
তিনি মনে করেন টুইটার পরিবর্তন হওয়া উচিত। বর্তমান কাঠামোয় টুইটারের উন্নতি সম্ভব নয়, তাছাড়া এটি মানুষের চাহিদাও পূরণ করতে পারবে না। এমন কথা জানিয়ে টুইটারের চেয়ারম্যান ব্রেট টেইলরের কাছে চিঠিও দিয়েছেন এলন মাস্ক।
এবার পুরো সামাজিক মাধ্যমটিই কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমটির চেয়ারম্যানের কাছে মাস্ক জানিয়েছেন, যদি পুরো টুইটারের মালিকানা তিনি না কিনতে পারেন তাহলে যে শেয়ার কিনেছেন সেটিও ভেবে দেখবেন তিনি।
জানা গেছে মাস্ক টুইটার কেনার আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছেন বৃহস্পতিবার। এতে টুইটারের প্রতিটি শেয়ারের জন্য ৫৪ ডলার ২০ সেন্ট করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।