প্রতিবেদকঃ
খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে
ডুমুরিয়া থানা এলাকা হতে মোট ৭০ পিচ মাদকদ্রব্য ইয়াবা
ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার।
খুলনা জেলা পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি দল আজ সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে
অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার
অভিযান পরিচালনা করেন। অভিযান কালে গোয়েন্দা পুলিশের দলটি
ডুমুরিয়া থানাধীন চুকনগর গ্রামের সুমন রায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ মিনারুল ইসলাম
সরদার (৩৫) ও সুমন রায় (৪১কে মোট ৭০ পিচ ইয়াবাসহ আটক করে।
উক্ত মাদকদ্রব্য মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট
উদ্ধার সংক্রান্তে এসআই (নিঃ) বিষ্ণুপদ হালদার ১০/০৪/২০২২ তারিখ সকাল
১০.০৫ টার সময় জব্দতালিকা করতঃ ডুমুরিয়া থানার মামলা নং-১০, তারিখ-
১০/০৪/২০২২ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির
১০ (ক) দায়ের করে। উল্লেখ্য যে, উক্ত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী।
আসামীদ্বয়ের নামে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।