প্রতিবেদকঃ
খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে
বটিয়াঘাটা থানা এলাকা হতে ৫০০ গ্রাম গাঁজাসহ
১ জন গ্রেফতার।
খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের নির্দেশে
জেলা গোয়েন্দা শাখার একটি দল গতকাল বিকাল ৪ টা ৪৫ মিনিটের দিকে বটিয়াঘাটা থানা এলাকায় মাদকদ্রব্য
উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে বটিয়াঘাটা থানাধীন রাঙ্গেমারী গ্রামস্থ জনৈক
আনছার আলীর বসতবাড়ীর সামনে রাস্তার উপর থেকে মোঃ আয়নাল
শেখ ওরফে আয়নাল (৩৮) কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আয়নাল খুলনাস্থ হাজি মহসিন রোড়,আরজান আলী লেনের মৃত খোকন শেখ ওরফে জয়নাল শেখের সন্তান।
উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন,
২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারা অনুযায়ী মামলা দায়ের করেন। যাহার মামলা নম্বর ০২।উল্লেখ্য, আসামীর নামে উক্ত মামলাসহ সর্বমোট ৭ টি মামলা
রয়েছে।