নিউজ ডেস্কঃ
এবছরের রোজায় ইফতার ও সেহরির সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন । এতে দেখা যায় প্রথম রমজান হতে পারে ৩ এপ্রিল রোববার এবং শেষ হবে ২ মে।
গতকাল মঙ্গলবার প্রকাশিত এ পঞ্জিকা চাঁদ দেখার উপর নির্ভরশীল এবং সে অনুযায়ী প্রথম রমজান নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ফাউন্ডেশন।
প্রকাশিত পঞ্জিকা অনুযায়ী, প্রথম রমজানে সেহরির সময় শেষ হবে ভোর ৪টা ২৭ মিনিটে এবং ফজরের নামাজ শুরু হবে ৪টা ৩৩ মিনিটে। প্রথম রোজায় ইফতারের সময় ধরা হয়েছে সন্ধ্যা ৬টা ১৯ মিনিট। অনলাইন।
মঙ্গলবার সময়সূচি প্রকাশ করে ইসলামিক ফাউন্ডেশনের পঞ্জিকায় বলা হয়, দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে।