মার্চ ১, ২০২১
করোনাভাইরাসঃ দেশে ১ দিনে মৃত্যু ৮ ও আক্রান্ত শনাক্ত ৫৮৫ জনের
![]() নিউজ ডেস্কঃ এ নিয়ে সরকারি হিসাবে করোনায় সংক্রমিত হয়ে মারা গেলেন আট হাজার ৪১৬ জন।দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৬ হাজার ৮০১। আজ সোমবার ( ১ মার্চ) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ( গণমাধ্যমে প্রকাশ) স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে দেশের মোট ২১৬টি পরীক্ষাগারের তথ্য জানিয়ে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ৭৪৮টি। করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৫৭০টি। এখন পর্যন্ত দেশে করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪০ লাখ ৫৭ হাজার ৫৯৭টি। এ সময়ে সুস্থ হয়েছেন ৮৭৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৯৭ হাজার ৭৯৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট জনের মধ্যে পুরুষ চারজন আর নারী চারজন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন ৬ হাজার ৩৬৩ জন এবং নারী মারা গেছেন ২ হাজার ৫৩ জন। শতকরা হিসেবে পুরুষ ৭৫ দশমিক ৬১ শতাংশ, নারী ২৪ দশমিক ৩৯ শতাংশ। বিভাগভিত্তিক বিশ্লেষণে অধিদফতর জানিয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন চারজন, আর চট্টগ্রাম বিভাগের আছেন চারজন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। |
|
সম্পাদক ও প্রকাশকঃ ওয়াহিদুজ্জামান ফোনঃ +৮৮-০১৭৪২৩৪১৫২৩ ইমেইলঃ wzaman288@gmail.com |
স্মরনিকা ২৪৭, টুটপাড়া মেইন রোড, খুলনা-৯১০০, বাংলাদেশ । মোবাইলঃ+ ৮৮-০১৯২২৫৫৭৮৯৬ ইমেইলঃ dkhulnanews@gmail.com |
কপিরাইট © ২০১৭ | সর্বস্বত্ব ® স্বত্বাধিকার সংরক্ষিত ডিজিটালখুলনা.কম | উন্নয়নে Real IT Solution |