ফেব্রুয়ারি ২২, ২০২১
করোনাভাইরাসঃ দেশে ১ দিনে মৃত্যু ৭ ও আক্রান্ত ৩৬৬ জনের
![]() নিউজ ডেস্কঃ আজ সোমবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। বলা হয়েছে, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৩৬৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৩ হাজার ৭১৭ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৩৫৬ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৯২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৯২ হাজার ৫৯ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৭টি আরটি-পিসিআর ল্যাব, ২৯টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৬৮টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ২১৪টি ল্যাবে ১১ হাজার ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৯ লাখ ৫৮ হাজার ৭৭৬টি নমুনা। |
|
সম্পাদক ও প্রকাশকঃ ওয়াহিদুজ্জামান ফোনঃ +৮৮-০১৭৪২৩৪১৫২৩ ইমেইলঃ wzaman288@gmail.com |
স্মরনিকা ২৪৭, টুটপাড়া মেইন রোড, খুলনা-৯১০০, বাংলাদেশ । মোবাইলঃ+ ৮৮-০১৯২২৫৫৭৮৯৬ ইমেইলঃ dkhulnanews@gmail.com |
কপিরাইট © ২০১৭ | সর্বস্বত্ব ® স্বত্বাধিকার সংরক্ষিত ডিজিটালখুলনা.কম | উন্নয়নে Real IT Solution |