প্রতীকী ছবি।
নিউজ ডেস্কঃ
খুলনাস্থ ফুলবাড়ীগেট এলাকায় পাটবোঝাই ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম বেগ আনিসুর রহমান ।তিনি খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
আজ সোমবার( ১৮ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় জামিয়া কারিমিয়া মাদরাসা সংলগ্ন জাব্দিপুর বালুরমাঠ এলাকায় উক্ত দুর্ঘটনাটি ঘটে। নিহত বেগ আনিসুর রহমান খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলীর ছোট ভাই।
প্রাপ্ত তথ্য হতে জানা গেছে, একটি পাট বোঝাই ট্রাক বেজেরডাঙ্গা আয়ান জুট মিল থেকে রেলগেট বিশ্বাস জুট ট্রেডার্সে যাচ্ছিল। সন্ধ্যা ৭টার দিকে পথিমধ্যে খুলনাগামী মাহিন্দ্রাকে ধাক্কা দেয় ট্রাক। এতে মাহিন্দ্রার সামনে থাকা বেগ আনিসুর রহমান ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পরপরই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।