জানুয়ারি ৯, ২০২১
করোনাভাইরাসঃ দেশে ১ দিনে আক্রান্ত ৬৯২ ও মৃত্যু হয়েছে ২২ জনের
![]() নিউজ ডেস্কঃ দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে (গনমাধ্যমে প্রকাশ) এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দেশের ১১৪টি আরটি-পিসিআর ল্যাব, ২৭টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৪০টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবের তথ্য তুলে ধরে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১২ হাজার ৫২৩টি নমুনা সংঘ্রহ করা হয়। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয়, ১২ হাজার ৯০৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হল ৩৩ লাখ ৪৪ হাজার ৩৯৯টি। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও সাতজন নারী বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের ২১ জনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, আরেকজন বাসায়। মৃতদের বয়স বিবেচনায় ১৭ জনের বয়স ছিল ষাটোর্ধ্ব, তিনজনের বয়স ৫১-৬০ এবং দুজন ছিলেন ৪১-৫০ বছর বয়সসীমার মধ্যে। তাদের মধ্যে ১৭ জন ঢাকা বিভাগের, দুজন করে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের এবং একজন মারা গেছেন ময়মনসিংহ বিভাগের। অনলাইন। |
|
সম্পাদক ও প্রকাশকঃ ওয়াহিদুজ্জামান ফোনঃ +৮৮-০১৭৪২৩৪১৫২৩ ইমেইলঃ wzaman288@gmail.com |
স্মরনিকা ২৪৭, টুটপাড়া মেইন রোড, খুলনা-৯১০০, বাংলাদেশ । মোবাইলঃ+ ৮৮-০১৯২২৫৫৭৮৯৬ ইমেইলঃ dkhulnanews@gmail.com |
কপিরাইট © ২০১৭ | সর্বস্বত্ব ® স্বত্বাধিকার সংরক্ষিত ডিজিটালখুলনা.কম | উন্নয়নে Real IT Solution |