ফাইল ফটো।
নিউজ ডেস্কঃ
দেশের বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন মারা গেছেন।আজ রোববার বিকেল ৫টায় রাজধানীর বনানীর নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন।
রাবেয়া খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য এই কথাসাহিত্যিকের চার সন্তান ।তারা হলেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসি, স্থপতি ফরহাদুর রেজা প্রবাল ও ফারহানা কাকলী।
প্রাপ্ত তথে জানা যায়, রাবেয়া খাতুনহৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই পুত্র, দুই পুত্রবধু, দুই কন্যা ও দুই জামাতাসহ নাতি-নাতনি রেখে গেছেন।
তার মৃত্যুতে শিল্প-সাহিত্য অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য কাল সোমবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে রাখা হবে তার মরদেহ। দুপুর ২টায় চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।