ডিসেম্বর ২৯, ২০২০
বিশ্বের সেরা সুন্দরী নারী ইসরায়েলি ইয়েল শেলবিয়া
![]() ছবিঃ অনলাইন । বিনোদন ডেস্কঃ রোববার রাতে টিসি ক্যান্ডলারের একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়েছে। ভিডিওতে বিশ্বের সর্বাধিক সুন্দরী নারীদের অবস্থান বর্ণনা করা হয়েছে। ‘ওয়ান্ডার ওম্যান’ তারকা অভিনেত্রী গাল গ্যাডোট তালিকায় স্থান পেয়েছেন। এমনকি এক সময়ের বিশ্বের সেরা সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াও রয়েছেন সেই তালিকায়। রয়েছেন সেলিনা গোমেজ, এমা ওয়াটসন ছাড়াও উইঘুর মুসলিম নারীদের দেখা মিলেছে তালিকায়। শেলবিয়া বিগত কয়েক বছর ধরে এই তালিকার র্যাঙ্কিংয়ে ক্রমন্বয়ে ওঠে এসেছে। ২০১৭ সালে এই মডেল ১৪তম স্থান দখল করেন। আর ২০১৮ সালে তিনি তৃতীয় স্থানে ছিলেন। কিন্তু ২০১৯ সালে দখল করে নেন দ্বিতীয় স্থান। টিসি ক্যান্ডলারের এসব সুন্দরীদের অবস্থান বর্ণনা করা হয়েছে। তাদের পরিচয়ও দেয়া হয়েছে। ১৫ মিনিটের ওই ভিডিওটি শেষ হয়েছে ইসরায়েলি মডেল ইয়েল শেলবিয়ার ছবি দিয়ে। |
|
সম্পাদক ও প্রকাশকঃ ওয়াহিদুজ্জামান ফোনঃ +৮৮-০১৭৪২৩৪১৫২৩ ইমেইলঃ wzaman288@gmail.com |
স্মরনিকা ২৪৭, টুটপাড়া মেইন রোড, খুলনা-৯১০০, বাংলাদেশ । মোবাইলঃ+ ৮৮-০১৯২২৫৫৭৮৯৬ ইমেইলঃ dkhulnanews@gmail.com |
কপিরাইট © ২০১৭ | সর্বস্বত্ব ® স্বত্বাধিকার সংরক্ষিত ডিজিটালখুলনা.কম | উন্নয়নে Real IT Solution |