উদীয়মান যুব সমাজের উদ্যোগে খালিশপুরে দুই
দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন
হয়েছে।গতকাল সোমবার রাতে খালিশপুর আলমনগরের
জোড়া তালগাছ মোড়স্থ মাঠে ফাইনালের মধ্যে দিয়ে
প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয়েছে পিয়াস-অনিক জুটি। ফাইনালে
তারা ২-০ সেটে মাসুম-রুবেল জুটিকে পরাজিত করে
চ্যাম্পিয়ন হয়। তিন ম্যাচের ফাইনালের প্রথম দুই
ম্যাচ জিতেই শিরোপা নিশ্চিত করে। ফাইনালের প্রথম
ম্যাচে পিয়াস-অনিক জুটি জয় পায় ১৫-১১
পয়েন্টে। দ্বিতীয় ম্যাচে তাদের জয় আসে ১৫-১৩
পয়েন্টে।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন
বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী। অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন প্রতিযোগিতার মিডিয়া
পার্টনার দৈনিক সময় খবর পত্রিকার সম্পাদক মোঃ
তরিকুল ইসলাম, খালিশপুর থানা আওয়ামী লীগের
সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু, ১২নং ওয়ার্ড
কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান মনির, ১৩নং ওয়ার্ড
কাউন্সিলর এসএম খুরশীদ আহম্মেদ টোনা, ৬নং
ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স,
৭নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহামুদ পিন্টু, ৯নং
ওয়ার্ড কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটন,
সংরক্ষিত কাউন্সিলর পারভীন আক্তার, খালিশপুর থানা
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম
গিয়াস উদ্দিন, আলিফ ফুড এ্যান্ড বেভারেজের
সত্বাধিকারি শেখ খালেদ ইবনে ওয়ালি রবি, বিশ্বাস
প্রোপার্টিজের সিও মোঃ আজগার বিশ্বাস তারা,
বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইউসুফ আকন। অন্ধুসঢ়;ষ্ঠানে
সভাপতিত্ব করেন উদীয়মান যুব সমাজের সভাপতি
মোঃ রবিউল গাজী উজ্জল। সভা পরিচালনা করেন
সংগঠনের সাধারণ সম্পাদক একরামুল ইসলাম। খবর; বিজ্ঞপ্তির