জুলাই ১৩, ২০২০
প্রধানমন্ত্রী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ১ কোটি গাছের চারা রোপণের উদ্বোধন করবেনঃ পরিবেশ মন্ত্রী
![]() ফাইল ছবি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ জুলাই গণভবনে একটি তেঁতুল ও একটি ছাতিয়ান গাছ রোপণ করার মাধ্যমে জাতির পিতার জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ উদ্যাপনের অংশ হিসেবে দেশব্যাপী এক কোটি গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করবেন। বন মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর প্রতিটি জেলা এবং উপজেলায় আনুষ্ঠানিকভাবে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছের চারা রোপণ করা হবে। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৬ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত বৃক্ষরোপণ মৌসুমে সুবিধাজনক সময়ে দেশের ৪ শত ৯২টি উপজেলার প্রতিটিতে ২০ হাজার ৩ শত ২৫টি করে গাছের চারা রোপণ করা হবে । |
|
সম্পাদক ও প্রকাশকঃ ওয়াহিদুজ্জামান ফোনঃ +৮৮-০১৭৪২৩৪১৫২৩ ইমেইলঃ wzaman288@gmail.com |
স্মরনিকা ২৪৭, টুটপাড়া মেইন রোড, খুলনা-৯১০০, বাংলাদেশ । মোবাইলঃ+ ৮৮-০১৯২২৫৫৭৮৯৬ ইমেইলঃ dkhulnanews@gmail.com |
কপিরাইট © ২০১৭ | সর্বস্বত্ব ® স্বত্বাধিকার সংরক্ষিত ডিজিটালখুলনা.কম | উন্নয়নে Real IT Solution |