জুলাই ১৩, ২০১৯
রিফাত হত্যার আগেরদিনও মিন্নি নয়নের সঙ্গে দেখা করেঃ নিহত নয়ন বন্ডের মা শাহিদা বেগম
![]() ছবিঃ আয়েশা সিদ্দিকা মিন্নি ও নিহত নয়ন বন্ডের মা শাহিদা বেগম। নিউজ ডেস্কঃ তিনি আবেগতাড়িত হয়ে রিফাত শরিফ হত্যাকাণ্ডের সঠিক তদন্তের স্বার্থে যা বিশেষ গুরুত্ব বহন করে। নিহত নয়ন বন্ডের মা শাহিদা বেগম আরও বলেন, ‘শুধু হত্যাকাণ্ডের আগের দিন মঙ্গলবারই নয়; রিফাত শরীফের সঙ্গে বিয়ে হওয়ার পরও মিন্নি নিয়মিত আমাদের বাসায় এসে নয়নের সঙ্গে দেখা করত। মোটরসাইকেলে মিন্নিকে রিফাত শরীফ কলেজে নামিয়ে দিয়ে চলে যেত। এরপর মিন্নি আমাদের বাসায় চলে আসত। আবার কলেজের ক্লাস শেষ হওয়ার আগ মুহূর্তে মিন্নি আমাদের বাসা থেকে বের হয়ে কলেজে যেত।’ রিফাত হত্যাকাণ্ডের সঙ্গে মিন্নির সংশ্লিষ্টতার বিষয়টি জোর দিয়ে ইংগিত করেন তিনি।মিন্নির জড়িত দাবি করে নয়নের মা শাহিদা বেগম বলেন, ‘রিফাতের সঙ্গে মিন্নির বিয়ের খবর পাওয়ার পর আমি আমার ছেলেকে অনেক নিষেধ করেছি, যোগাযোগ না রাখতে। কিন্তু আমার ছেলে নয়ন কখনও আমার কথা শুনত না। ওর মনে যা চাইতো ও তা-ই করত। নয়ন যদি আমার কথা শুনত তাহলে এমন নির্মম ঘটনা ঘটত না।’ |
|
সম্পাদক ও প্রকাশকঃ ওয়াহিদুজ্জামান ফোনঃ +৮৮-০১৭৪২৩৪১৫২৩ ইমেইলঃ wzaman288@gmail.com |
স্মরনিকা ২৪৭, টুটপাড়া মেইন রোড, খুলনা-৯১০০, বাংলাদেশ । মোবাইলঃ+ ৮৮-০১৯২২৫৫৭৮৯৬ ইমেইলঃ dkhulnanews@gmail.com |
কপিরাইট © ২০১৭ | সর্বস্বত্ব ® স্বত্বাধিকার সংরক্ষিত ডিজিটালখুলনা.কম | উন্নয়নে Real IT Solution |