৫০তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা উপলক্ষ্যে কেএমপির গণবিজ্ঞপ্তি

৫০তম বিসিএস প্রিলিমিনারী (MCQ টাইপ) পরীক্ষা ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা মহানগরীর ২১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে এবং নির্বিঘেœ সম্পন্নের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের আইন-শৃঙ্খলারক্ষার্থে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনার প্রদত্ত ক্ষমতাবলে পরীক্ষার দিন সকাল সাতটা থেকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চতুর্দিকে দুইশত গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করবে পারবেন না। এছাড়া কেউ কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না।

উক্ত আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: জুলফিকার আলী হায়দার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির