৫০তম বিসিএস প্রিলিমিনারী (MCQ টাইপ) পরীক্ষা ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা মহানগরীর ২১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে এবং নির্বিঘেœ সম্পন্নের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের আইন-শৃঙ্খলারক্ষার্থে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনার প্রদত্ত ক্ষমতাবলে পরীক্ষার দিন সকাল সাতটা থেকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চতুর্দিকে দুইশত গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করবে পারবেন না। এছাড়া কেউ কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না।
উক্ত আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: জুলফিকার আলী হায়দার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির