স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

নিউজ ডেস্কঃ

ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।

আজ শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে এসে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

 

মনোনয়ন বাতিলের কারণ ব্যাখ্যা করে তাসনিম জারা বলেন, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা তার মনোনয়নপত্র আপাতত গৃহীত হয়নি। তবে তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন এবং সেই প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে।

 

তিনি জানান, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে এক শতাংশ ভোটারের স্বাক্ষর প্রয়োজন হয়। নির্ধারিত সংখ্যার চেয়ে প্রায় ২০০টি অতিরিক্ত স্বাক্ষর তিনি জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ের সময় নির্বাচন কমিশন ১০ জন ভোটারের তথ্য যাচাই করে, যার মধ্যে আটজনের তথ্য সঠিক পাওয়া যায়।