সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর হিসেবে খুলনাকে সাজাতে চাইঃ খুলনা সিটি মেয়র

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সুন্দর, পরিচ্ছন্ন,
দৃষ্টিনন্দন ও স্বাস্থ্যকর নগর হিসেবে খুলনাকে সাজাতে চাই। এ কাজে কেসিসি‘র
উদ্যোগের পাশাপাশি নগরবাসীরও সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, মেয়র হিসেবে
দায়িত্ব গ্রহণের পর থেকে খুলনাকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে
পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে। রাস্তা, ড্রেন ও কালভার্ট নির্মাণসহ নাগরিক চাহিদা
পুরণের জন্য একের পর এক প্রকল্প বাস্তবায়ন করে চলেছি। এরই ধারাবাহিকতায় শ্মশান ও
কবরস্থানসমূহের উন্নয়নকল্পে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। একনেক-এ প্রকল্পটি
অনুমোদিত হলে নগরবাসীর কল্যাণে তা দ্রুত বাস্তবায়ন করা হবে।
সিটি মেয়র আজ শনিবার দুপুরে নগরীর শীতলাবাড়ি মন্দির প্রাঙ্গনে শীতলা মাতা
ঠাকুরাণী মন্দিরের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অনুষ্ঠানে সিটি মেয়র স্মৃতিচারণ করে বলেন, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রীর দায়িত্বে
থাকাকালীন খুলনার ধর্মীয় প্রতিষ্ঠানগুলির উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করেছি
এবং মেয়র হিসেবেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে সচেষ্ট রয়েছি। তিনি আরো
বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দূররদর্শী পদক্ষেপের
কারণে করোনা মহামারীতে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে মৃত্যুহার কম ছিল।
করোনার ঢেউ আবারও আসতে পারে উল্লেখ করে তিনি সকলকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি
মেনে চলার আহবান জানান।
মন্দিরের কার্যকরী সংসদের নবনির্বাচিত সভাপতি শ্যামা প্রসাদ কর্মকার-এর
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জাতীয় মহিলা সংস্থা-খুলনার চেয়ারম্যান
ও কেডিএ স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক রুনু ইকবাল বিথার, খুলনা জেলা পুজা
উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাস, সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ দত্ত, মহানগর শাখার
সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, কেসিসি‘র সংরক্ষিত আসনের কাউন্সিলর
মাজেদা খাতুন, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক গোপী কৃষাণ
মুন্ধড়া, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ এশারুল হক ও খুলনা
মহানগর পুজা উদযাপন পরিষদের সহসভাপতি অরবিন্দু সাহা। অনুষ্ঠান পরিচালনা করেন
মন্দিরের কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ ও যুগ্ম সম্পাদক এ্যাড.
পঙ্কজ কুমার সাহা। বিভিন্ন মন্দির কমিটির কর্মকর্তা ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির