শ্রীলঙ্কায় বিদ্যুতের দাম বাড়লো ৭৫ শতাংশ

বিদেশ ডেস্কঃ

শ্রীলঙ্কায় সোমবার বিদ্যুতের মূল্যে ৭৫ শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধি করার অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কার পাবলিক ইউটিলিটি কমিশন (পিইউসিএসএল)।

পিইউসিএসএল চেয়ারম্যান জনকা রথনায়েক জানিয়েছেন বুধবার (১০ আগস্ট) থেকেই নতুন মূল্য কার্যকর হবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে শ্রীলঙ্কান দৈনিক ডেইলি মিরর। অনলাইন।

পিইউসিএসএল চেয়ারম্যান জনকা রথনায়েক জানিয়েছেন, বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বৃদ্ধির ফলে সিলন ইলেক্ট্রিসিটি বোর্ড পিইউসিএসএল-এর কাছে ১৮৩ শতাংশ এবং ২২৯ শতাংশ শুল্ক বৃদ্ধির জন্য ২টি প্রস্তাব জমা দিয়েছিলো। এই দুটি প্রস্তাবই অনুমোদিত হয়নি এর পরিবর্তে একটি যুক্তিসঙ্গত শুল্ক হার বাড়ানো হয়েছে।