নিউজ ডেস্কঃ
লালনসংগীতের শিল্পী ফরিদা পারভীন দীর্ঘদিন ধরেই অসুস্থ। তিনি কিডনি ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক জটিলতা তৈরি হওয়ায় আইসিইউতে নিতে হয় তাকে। আজ মঙ্গলবার সকাল থেকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছড়িয়ে পড়ে ফরিদা পারভীনের মৃত্যুর গুজব।
তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে ফেসবুকে নোমানী লিখেছেন, ‘একটু আগেই আইসিইউতে আম্মার (ফরিদা পারভীন) সঙ্গে আমার কথা হয়েছে, তাঁর অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। ডাক্তার জানিয়েছেন, এখনো বেশ দুর্বল ও নাজুক অবস্থায় আছেন।
সবাইকে অনুরোধ, আপনারা দয়া করে কোনো গুজব ছড়াবেন না এবং গুজবে কানও দেবেন না।’
ফরিদা পারভীনের স্বামী একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক গাজী আবদুল হাকিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গতকালের চেয়ে ফরিদা পারভীনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো সংকট কাটেনি।
বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৫ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান
আজ ৮ জুলাই মঙ্গলবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ (০৮ জুলাই ২০২৫) বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৫ এর উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে ঢাকাসহ দেশের সকল সেনানিবাস, ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্পে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন।
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৫ এ সকল সেনানিবাসের প্রশিক্ষণ ও ফায়ারিং রেঞ্জ এলাকা, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক গাছের চারা রোপণের মাধ্যমে এই বৃক্ষরোপন কর্মসূচী একযোগে বাস্তবায়ন করা হবে, যা সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলমান থাকবে।
দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচীর মূল উদ্দেশ্যে। অনুষ্ঠানে সেনাসদর ও লজিস্টিকস এরিয়ার উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ এবং জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।