যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশ,১৫ হাজার ডলার পর্যন্ত গুনতে হতে পারে ১৫ হাজার ডলার 

নিউজ ডেস্কঃ

যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা পেতে যেসব দেশের নাগরিকদের ১৫ হাজার ডলার পর্যন্ত ‘বন্ড’ দিতে হবে, সেই তালিকা বাংলাদেশকে যুক্ত করা হয়েছে।

এর মানে হল, বাংলাদেশি পাসপোর্টধারী কোনো ব্যক্তি যদি বি১/বি২ ভিসার জন্য যোগ্য হন, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে তাকে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলার বন্ড বা জামানত দিতে হবে।

কারো ক্ষেত্রে সর্বোচ্চ জামানত ধার্য হলে বর্তমান বিনিময় হারে তাকে গুনতে হবে প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা।

আবেদনকারীকে মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পে ডট গভ এর মাধ্যমে বন্ডের শর্তে সম্মতিও জানাতে হবে।

এই জামানতের অঙ্ক নির্ধারণ করা হবে ভিসা সাক্ষাৎকারের সময়। এই অর্থ ফেরতযোগ্য। অর্থাৎ, ভিসা প্রত্যাখ্যাত হলে কিংবা ভিসা পাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সময় না থাকাসহ অন্যান্য শর্ত মেনে চললে জমা দেওয়া অর্থ ফেরত পাওয়া যাবে।

ভিসা বন্ডের শর্তযুক্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশসহ নতুন কয়েকটি দেশের নাম যুক্ত করে মঙ্গলবার হালনাগাদ তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

 

রয়টার্সের খবরে বলা হয়েছে, সবশেষ হালনাগাদের পর মোট ৩৮টি দেশের নাগরিকরা এই ভিসা বন্ডের শর্তের আওতায় এসেছেন। বাংলাদেশসহ নতুন করে যুক্ত হওয়া দেশগুলোর ক্ষেত্রে জামানতের নিয়ম কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি থেকে।

ভিসাধারীরা যাতে নির্ধারিত মেয়াদের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান না করেন, তা নিশ্চিত করাই এ ভিসা বন্ডের মূল লক্ষ্য। তবে জামান দিলেই ভিসা নিশ্চিত ভেবে নেওয়ার কারণ নেই। ভিসা সাক্ষাৎকারে কনস্যুলার কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। বিডিনিউজ২৪.কম।

 

ভিসাবন্ডের তালিকায় থাকা দেশগুলো হল–

আলজেরিয়া (২১ জানুয়ারি ২০২৬)

অ্যাঙ্গোলা (২১ জানুয়ারি ২০২৬)

অ্যান্টিগা ও বার্বুডা (২১ জানুয়ারি ২০২৬)

বাংলাদেশ (২১ জানুয়ারি ২০২৬)

বেনিন (২১ জানুয়ারি ২০২৬)

ভুটান (১ জানুয়ারি ২০২৬)

বতসোয়ানা (১ জানুয়ারি ২০২৬)

বুরুন্ডি (২১ জানুয়ারি ২০২৬)

কাবো ভার্দে (২১ জানুয়ারি ২০২৬)

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (১ জানুয়ারি ২০২৬)

আইভরি কোস্ট (২১ জানুয়ারি ২০২৬)

কিউবা (২১ জানুয়ারি ২০২৬)

জিবুতি (২১ জানুয়ারি ২০২৬)

ডোমিনিকা (২১ জানুয়ারি ২০২৬)

ফিজি (২১ জানুয়ারি ২০২৬)

গ্যাবন (২১ জানুয়ারি ২০২৬)

গাম্বিয়া (১১ অক্টোবর ২০২৫)

গিনি (১ জানুয়ারি ২০২৬)

গিনি-বিসাউ (১ জানুয়ারি ২০২৬)

কিরগিজস্তান (২১ জানুয়ারি ২০২৬)

মালাউই (২০ আগস্ট ২০২৫)

মৌরিতানিয়া (২৩ অক্টোবর ২০২৫)

নামিবিয়া (১ জানুয়ারি ২০২৬)

নেপাল (২১ জানুয়ারি ২০২৬)

নাইজেরিয়া (২১ জানুয়ারি ২০২৬)

সাও তমে ও প্রিন্সিপি (২৩ অক্টোবর ২০২৫)

সেনেগাল (২১ জানুয়ারি ২০২৬)

তাজিকিস্তান (২১ জানুয়ারি ২০২৬)

তাঞ্জানিয়া (২৩ অক্টোবর ২০২৫)

টোগো (২১ জানুয়ারি ২০২৬)

টংগা (২১ জানুয়ারি ২০২৬)

তুর্কমেনিস্তান (১ জানুয়ারি ২০২৬)

টুভালু (২১ জানুয়ারি ২০২৬)

উগান্ডা (২১ জানুয়ারি ২০২৬)

ভানুয়াতু (২১ জানুয়ারি ২০২৬)

ভেনেজুয়েলা (২১ জানুয়ারি ২০২৬)

জাম্বিয়া (২০ আগস্ট ২০২৫)

জিম্বাবুয়ে (২১ জানুয়ারি ২০২৬)