মাহীবাগ জামে মসজিদের মোতোয়ালি মরহুম মহিউদ্দিনের স্ত্রীর ইন্তেকাল

প্রতিবেদকঃ

মাহীবাগ জামে মসজিদের মোতোয়ালি বা মুতওয়াল্লী(অর্থ- ইসলামি বিধান অনুযায়ী ওয়াকফকৃত সম্পত্তি বা জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও পরিচালক)মরহুম শেখ মহিউদ্দিকনের স্ত্রী

জাহানারা বেগম (৬৯) আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২.১৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।

 

নগরীর টুটপাড়া ২ নং ক্রস রোড,খুলনার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি উচ্চ রক্তচাপ, ডায়বেটিকস, হার্টের রোগে ভুগছিলেন। উল্লেখ্য মরহুম মহিউদ্দিন দম্পতি নিঃসন্তান ছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রাপ্ত তথ্য মতাবেক,আজ মাগরিব বাদ মরহুমা জাহানারা বেগমের নামাজে জানাজা মাহীবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হবে ।এরপর তার টুটপাড়া কবস্থানে দাফন সম্পন্ন হবে।