মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিক পাঠাতে বাঁধা নেই

নিউজ ডেস্কঃ

মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে শ্রমিক পাঠাতে আর বাঁধা নেই। ইতোমধ্যে দুই হাজারেরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ থেকে নির্বাচিত ২৫টি এজেন্সির মধ্যে ১৫টি এ নিয়োগ প্রক্রিয়ায় সহযোগিতা করছে। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সুত্রঃ অনলাইন।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পূর্বে যে প্রযুক্তিগত সমস্যার কারণে বাংলাদেশি শ্রমিক নিয়োগে বিলম্ব হয়েছিল, সেগুলো সমাধান করা হয়েছে।

আগ্রহী এজেন্সি বা নিয়োগকর্তারা যারা ভিসার লেভি বা কর পরিশোধ করেছে ও বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে, তারা তাদের আবেদনগুলো বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়ে কর্মসংস্থান ও কাজের ভিসা ডকুমেন্টেশন নিশ্চিতকরণের জন্য আবেদন করতে পারবেন। মানসম্মত নিরাপত্তা ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এসব বাংলাদেশি শ্রমিককে মালয়েশিয়ায় প্রবেশাধিকার দেয়া হবে।

এছাড়াও মালয়েশিয়ার অভিবাসন বিভাগ কর্তৃক নির্ধারিত ন্যূনতম প্রয়োজনীয়তাগুলো মেনে চলতে হবে বাংলাদেশি কর্মীদের। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে বাংলাদেশের বাকি ১০টি শ্রম সংস্থার কর্মী যাচাই-বাছাই আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেন।