নিউজ ডেস্কঃ
ভারত বৈশ্বিক অর্থনীতির মঞ্চে নতুন মাইলফলক স্পর্শ করেছে । ২০২৫ সাল শেষ হওয়ার আগেই জাপানকে ছাড়িয়ে বিশ্বে চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে দেশটি। ভারতের সরকারের বছর শেষের অর্থনৈতিক পর্যালোচনায় বলা হয়েছে, আগামী তিন বছরের মধ্যে জার্মানিকেও পেছনে ফেলে তৃতীয় স্থানে ওঠার আশা করছেন নীতিনির্ধারকরা।
পরিসংখ্যান অনুযায়ী, ভারতের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়ে ৪ দশমিক ১৮ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানির পর বিশ্বে চতুর্থ বৃহত্তম। তবে এ বিষয়ে চূড়ান্ত সরকারি স্বীকৃতি নির্ভর করবে ২০২৬ সালে প্রকাশিত বার্ষিক জিডিপির চূড়ান্ত তথ্যের ওপর।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৬ সালের পূর্বাভাসে ভারতের অর্থনীতির আকার ধরা হয়েছে ৪ দশমিক ৫১ ট্রিলিয়ন ডলার, যেখানে জাপানের জন্য পূর্বাভাস দেওয়া হয়েছে ৪ দশমিক ৪৬ ট্রিলিয়ন ডলার।
ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার সম্প্রতি প্রকাশিত ‘২০২৫: ভারতের প্রবৃদ্ধির জন্য নির্ধারক এক বছর’ শীর্ষক প্রতিবেদনে জানায়, বিশ্বের দ্রুততম প্রবৃদ্ধিশীল প্রধান অর্থনীতিগুলোর একটি হলো ভারত এবং এই প্রবৃদ্ধি ধরে রাখার ক্ষেত্রে দেশটি ভালো অবস্থানে রয়েছে। প্রতিবেদনে বলা হয়, ৪ দশমিক ১৮ ট্রিলিয়ন ডলারের জিডিপি নিয়ে ভারত জাপানকে ছাড়িয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে এবং ২০৩০ সালের মধ্যে সম্ভাব্য ৭ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের জিডিপি নিয়ে জার্মানিকে সরিয়ে তৃতীয় স্থানে পৌঁছানোর পথে রয়েছে।
ভারত বৈশ্বিক বাণিজ্যের অনিশ্চয়তার মধ্যেও অর্থনৈতিক দৃঢ়তা বজায় রাখতে সক্ষম হয়েছে।
আইএমএফের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়। সে সময় দেশটির জিডিপি সাবেক ঔপনিবেশিক শাসক ব্রিটেনকে ছাড়িয়ে যায়।