ভারতের মহারাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্তে রাজ্যের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫ জন

নিউজ ডেস্কঃ

ভারতের মহারাষ্ট্রে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান অজিত পাওয়ারকে বহনকারী একটি ছোট উড়োজাহাজ দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।

 

ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, আজ (২৮ জানুয়ারি) বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে মুম্বাই থেকে বারামতীর উদ্দেশে যাত্রা করে উড়োজাহাজটি। প্রায় এক ঘণ্টার আকাশপথের যাত্রা শেষে বারামতী বিমানবন্দরে অবতরণের ঠিক আগমুহূর্তে উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে।

 

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন- মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও এনসিপি প্রধান অজিত পাওয়ার, উড়োজাহাজের দুই পাইলট, এবং অজিত পাওয়ারের ব্যক্তিগত নিরাপত্তা কর্মীসহ মোট পাঁচজন। উড়োজাহাজটির ধ্বংসাবশেষ থেকে আগুন ও ঘন ধোঁয়া বের হচ্ছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

৬৬ বছর বয়সী অজিত পাওয়ার ছিলেন এনসিপির একজন প্রভাবশালী নেতা। ২০২৩ সালে দলীয় বিভাজনের মাধ্যমে তিনি রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পরবর্তীতে মহারাষ্ট্র সরকারের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

স্থানীয় সরকার নির্বাচনের আগে অজিত পাওয়ারের বারামতীতে একাধিক রাজনৈতিক জনসভায় অংশ নেওয়ার কথা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।