বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা জেলা ছাত্রদলের শোক বার্তা

আপোষহীন দেশনেত্রী, কারা নির্যাতিত, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অদ্য সকাল ৬.০০ ঘটিকায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)।

গণতন্ত্রের আপোষহীন নেত্রী, স্বৈরাচার থেকে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অনুপ্রেরণার উৎস্যস্থল, ধর্মীয় ও সম্প্রীতির মূল্যবোধে অগাধ বিশ্বাস, টেকসই উনন্নয়ন, অগ্রযাত্রার সারথী ও নারী উন্নয়নের অগ্রপথিক হিসেবে গোটা জাতির আস্থা, বিশ্বাস ও ভালোবাসার ঠিকানা, দল-মত নির্বিশেষে বাংলাদেশপন্থী ঐক্য ও সংহতির পথিক হয়ে উঠেছিলেন দেশমাতা বেগম খালেদা জিয়া। মহান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান ও ভূমিকা অবিস্মরনীয়। দেশ ও মানুষের স্বার্থে অবর্ণনীয় জুলুম-নিপিড়ন সয়ে গেছেন, পরিত্যাক্ত কারাগারে নিঃসঙ্গ জীবন যাপন করেছেন কিন্তু দেশবাসীকে তিনি কখনো ছেড়ে যাননি। জাতির এই মহান নেতার মৃত্যুতে গোটা জাতির সাথে আমরাও গভীরভাবে শোকাহত। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা জেলা শাখার পক্ষ থেকে আমাদের মাতৃতুল্য নেত্রীর মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোক সন্তপ্ত পরিবার ও শোকাহত দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ জাতিকে এই শোক সইবার ও আগামীতে মহান নেত্রীর আদর্শ বয়ে নিয়ে যাওয়ার শক্তি দিন এবং আমাদের মাতৃতুল্য প্রিয় নেতৃকে জান্নাতের সু-উচ্চ মাকাম দান করুন। খবরঃ বিজ্ঞপ্তির