নিউজ ডেস্কঃ
আজ ঐতিহাসিক ১০ জানুয়ারি।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানে দীর্ঘ কারাবাস শেষে সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন বঙ্গবন্ধু। এটি বাঙালি জাতির মুক্তিসংগ্রামের ইতিহাসের বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের পর বাঙালি জাতি চূড়ান্ত বিজয় লাভ করে। তবে পরের বছরের ১০ জানুয়ারি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফিরে আসার মধ্য দিয়েই প্রকৃতপক্ষে এই বিজয় পূর্ণতা পায়। বঙ্গবন্ধু নিজেই তাঁর এ স্বদেশ প্রত্যাবর্তনকে আখ্যায়িত করেছিলেন ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা’ হিসেবে।
শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তনে স্বাধীনতাসংগ্রামের বিজয় পূর্ণতা পায়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদাররা তাঁকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাঁকে পাকিস্তানের কারাগারে বন্দী করা হয়। বাঙালি যখন স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, শেখ মুজিব তখন পাকিস্তানের কারাগারে প্রহসনের বিচারে ফাঁসির আসামি হিসেবে প্রহর গুনছিলেন।