প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) খুলনার সফরসূচি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ এক দিনের সফরে আগামীকাল ২২ জানুয়ারি খুলনা আসছেন। তাঁর সাথে সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

সফরসূচি অনুযায়ী অধ্যাপক আলী রীয়াজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনা বিভাগীয় প্রশাসন আয়োজিত বিভাগীয় কমিশনারের অডিটোরিয়ামে গণভোট বিষয়ে মতবিনিময় সভায় ও বেলা দুইটায় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

রাতে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন। খবরঃ বিজ্ঞপ্তির