নিউজ ডেস্কঃ
এবার নরসিংদীতে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। ময়মনসিংহের পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস ও শরীয়তপুরের ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যার ঘটনার রেশ না কাটতেই এ ঘটনা ।
মনি চক্রবর্তীকে নিয়ে সাম্প্রতিক সময়ে তিনজন হিন্দু ব্যবসায়ীকে হত্যা করা হল।
সোমবার রাত ১১টার দিকে পলাশ উপজেলার চরসিন্ধুর বাজারে যে ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার নাম মনি চক্রবর্তী।
, নিহত মনি চক্রবর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের মদন ঠাকুরের ছেলে।
৪০ বছর বয়সী এ মুদি ব্যবসায়ী দীর্ঘদিন ধরে চরসিন্দুর বাজারে মুদির দোকান চালিয়ে আসছিলেন।
গণমাধ্যমে প্রকাশিত ঘটনার বিবরণে জানা গেছে,
তিনি সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা টের পেয়ে মনিকে আহত অবস্থায় উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অপরাধীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে ।