দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি

বিনোদন ডেস্কঃ
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দ্বিতীয় সন্তানের মা হলেন ।
গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন এ নায়িকা। সুখবরটি ইতোমধ্যে সামাজিকমাধ্যম এক্স-এ শেয়ার করেছেন শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী।

রাজ চক্রবর্তী লিখেছেন, একটি ছোট্ট মিষ্টির টুকরো আমাদের বাড়িকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে। আমরা অত্যন্ত আনন্দিত! আমাদের ছোট্ট রাজকুমারীর জন্য শুধু ভালোবাসা এবং আশীর্বাদ চাই।

উল্লেখ্য, ২০২০ সালের ১২ সেপ্টেম্বর এ তারকা দম্পতির ঘর আলো করে আসে ছেলে ইউভান। এতদিন ইউভানকে ঘিরেই ছিল রাজ-শুভশ্রীর পৃথিবী। এবার সেখানে যুক্ত হলো আরও একজন।তথ্য সূত্র: আনন্দবাজার পত্রিকা ।