ছুরিকাঘাতের পর শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়া খোকন চন্দ্র দাসের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নিউজ ডেস্কঃ

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া ব্যবসায়ী খোকন চন্দ্র দাস মারা গেছেন।

আজ শনিবার সকাল ৮টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে গণমাধ্যমকে জানিয়েছেন সেখানর সহকারী অধ্যাপক শাওন বিন রহমান।

এর আগে গত বুধবার (৩১ ডিসেম্বর, ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে ডামুড্যার কনেশ্বর ইউনিয়নের তিলই বাজারের কাছে তাকে কুপিয়ে ও শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় ।-অনলাইন।

তিলই বাজারে তিনি ওষুধ ও বিকাশের এজেন্টের ব্যবসা করতেন। নিহত খোকন চন্দ্র দাস (৫০) তিলই এলাকার পরেশ চন্দ্র দাসের ছেলে।

 

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে খোকন দাসের বাবা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আসামিরা হলেন- কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭), সামছুদ্দিন মোল্যার ছেলে রাব্বি মোল্যা (২১) এবং শহীদ সরদারের ছেলে পলাশ সরদার (২৫)।

ঘটনার দিন রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হন খোকন দাস। এ সময় তিনি হামলাকারীদের চিনে ফেললে তার শরীর পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসক।