চালনা পৌরসভায় পূজা পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

গোবিন্দ বিশ্বাস আহ্বায়ক ও প্রবীর কুমার রায়কে সদস্য সচিব দাকোপ উপজেলায় এবং চিন্ময় কুমার বিশ্বাস আহ্বায়ক ও অধ্যাপক লিপিকা বৈরাগীকে সদস্য সচিব করে চালনা পৌরসভায় পূজা পরিষদের আহ্বায়ক কমিটি গঠন
জাতীয় নির্বাচনের পরে ইউনিয়ন কমিটি গঠনপূর্বক সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

গত ১২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০.০০ ঘটিকায় খুলনা জেলা পূজা পরিষদের বর্ধিত সভা এবং বিকাল ৪.০০ ঘটিকায় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় যে, দাকোপ উপজেলা ও চালনা পৌরসভার সাংগঠনিক তৎপরতা দীর্ঘদিন না থাকায় এমনকি খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত জন্মাষ্টমী ২০২৫ এর তিনদিন ব্যাপি অনুষ্ঠানমালায় অংশগ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ কমিটি বিলুপ্ত ঘোষণা করার দাবী করলেও শারদীয় দূর্গোৎসবের কারণে কমিটি বিলুপ্ত না করে ১০ অক্টোবর ২০২৫ এর মধ্যে বর্ধিত সভা করে উক্ত কমিটিদ্বয়ের অধীনে ইউনিয়ন-ওয়ার্ড সমূহের সম্মেলনের তারিখ নির্ধারণ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। অন্যথায় ১১ অক্টোবর ২০২৫ থেকে উক্ত কমিটি দুটি বাতিল হবারও সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে দুই মাসের অধিক সময় অতিবাহিত হবার পরও দাকোপ উপজেলা ও চালনা পৌরসভার নেতৃবৃন্দ জেলার সিদ্ধান্ত অর্থাৎ বর্ধিত সভা করে ইউনিয়ন-ওয়ার্ড সমূহের সম্মেলনের তারিখ নির্ধারণ করেন না। সে প্রেক্ষিতে গত ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার দুপুর ১.০০ ঘটিকায় জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় গত ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সভার সিদ্ধান্ত অর্থাৎ ১১ অক্টোবর থেকে কমিটি দুটি বিলুপ্ত হবার সিদ্ধান্ত বহাল রেখে দাকোপ উপজেলায় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোবিন্দ বিশ্বাসকে আহ্বায়ক ও প্রবীর কুমার রায়কে সদস্য সচিব এবং চিন্ময় কুমার বিশ্বাসকে আহ্বায়ক ও অধ্যাপক লিপিকা বৈরাগীকে সদস্য সচিব করে যথাক্রমে ২৫ ও ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন কুমার মিত্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমান সাহার পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে মতামত ব্যাক্ত করেন, পূজা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, জেলা পূজা পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, প্রভাষক গৌর চন্দ্র ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ তমাল কান্তি ঘোষ, অনিমেষ সরকার রিন্টু, কোষাধ্যক্ষ বিভূতি ভূষন সাহা, সাংগঠনিক সম্পাদক অমিতাভ ঘোষ, দপ্তর সম্পাদক সুমন দাস, শিক্ষা সম্পাদক বিমান রায়, সাংস্কৃতিক সম্পাদক আশীষ কুমার সিনহা, সমাজকল্যাণ সম্পাদক অমর কুমার দাস, ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক দীপঙ্কর মন্ডল লিটন, মহিলা সম্পাদিকা শোভা রানী হালদার,পূজা বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার মন্ডল, উপদেষ্টা শিমুল কুমার দাস, গনেশ চন্দ্র মন্ডল, প্রবীর কুমার রায়, সাগর সাহা, সমীর চক্রবর্তী, সাংবাদিক দিলিপ কুমার বর্মন, দেবাশীষ কুমার দে, গোপাল চন্দ্র বনিক, আশীষ কুমার সাহা, অধ্যাপক রমেন্দ্র নাথ সরদার, সুব্রত কুমার বকসি, সুভাশীষ চক্রবর্তী শুভ, মাধুরী মন্ডল, অরবিন্দ মহলদার, ইঞ্জিঃ উজ্জ্বল কুমার পাল,  অনামিকা দাস পপি, সহ সাংগঠনিক সম্পাদক বিশ্বাজত পাল, সহ দপ্তর সম্পাদক অতনুকর বাপ্পা, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দীপা বিশ্বাস, সহ-শিক্ষা সম্পাদক বিপুল রায় চৌধুরী, সহ-গণসংযোগ সম্পাদক অলোক শীল, কার্যনির্বাহী সদস্য শেখর রঞ্জন দেবনাথ, গোপাল চন্দ্র সাহা, এ্যাডঃ হিমাংশু চক্রবর্তী, নিত্যানন্দ সাহা নিতাই, রনজিৎ বোস, সুশান্ত অধিকারী, অরবিন্দু মন্ডল, গোবিন্দ দত্ত, লিটন বিশ্বাস খোকন, তরুণ সরকার, তপন চক্রবর্তী, শংকর সাহা, জগদীশ চন্দ্র দে, ব্রজেন্দ্র নাথ মন্ডল, সুজন মন্ডল, সুমন দে, মিঠুন কুমার দে মিঠু, রঞ্জন কুমার সাহা, লিটন বিশ্বাস, নিভানন রায়, মানবেন্দ্র মন্ডল, মৃত্যুঞ্জয় সরদার প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য জেলা পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি দ্বারা নিয়ন্ত্রিত হয়। তেমনি উপজেলা পূজা উদযাপন পরিষদ জেলা দ্বারা নিয়ন্ত্রিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা দেখে একটি মহল ইর্ষান্বিত হয়ে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভার সনাতনীদের মধ্যে কমিটি সংক্রান্ত কিছু বিভ্রান্তি ছড়াচ্ছে। এসব গুজবে কান না দিয়ে সকল সনাতনীদের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে পূজা পরিষদের গতিশীলতা বাড়ানোর আহ্বান জানানো হয়। খবরঃ বিজ্ঞপ্তির