নিউজ ডেস্কঃ
গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে শৃঙ্খলা পরিপন্থী কার্যাকলাপে জড়িত থাকার দায়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের অপর অংশ গোপালগঞ্জ শহরে আনন্দ মিছিল করেছে।
গত ১৪ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচায্য স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। অনলাইন।
পত্রে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা পরিপন্থী কার্যাকলাপে জড়িত থাকায় আতাউর রহমান পিয়ালকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।’