ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকার (৪১)কে মুঠোফোনে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর ৪টার দিকে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কেবিএম ব্রিকস (ইটখোলায়) তাকে হত্যা করা হয়।
ফরিদ সরকার ওই ইউনিয়নের নারায়ণপুর গ্রামের জামাল উদ্দিন সরকারের ছেলে ও ইউনিয়ন জাসাস যুগ্ম সাধারণ সম্পাদক। ফরিদ কেবিএম ব্রিকস মাটি সরবরাহ করতো বলে জানা যায়। নিহতের বাবা জামাল উদ্দিন সরকার গণমাধ্যমকে জানান, রাতের খাবার খেয়ে সাড়ে ১০টার দিকে ফরিদ বাড়ি থেকে বের হয়। জিজ্ঞাসা করলে ইটখলায় যাওয়ার কথা বলে। পরে গোসিংগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং ফরিদ সরকারের স্বজন সবুজ মেম্বারের মাধ্যমে জানতে পারেন ফরিদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এ খবর পেয়ে তিনি ইটখলায় এসে দেখেন ফরিদ মাটিতে পড়ে কাতরাচ্ছেন। তার গায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত। পরে তিনি তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।