খুলনা এল পি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দর এক বিবৃতি

খুলনা এল পি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বর্তমানে গ্যাসের তিব্র সংকট চলছে এবং কোম্পানি গুলি চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করছে না, বিভিন্ন সুত্র বলছে গ্যাস সংকটের কারন সময় মত জাহাজ ভাড়া না পাওয়া, ডলারের মুল্য বৃদ্ধি, এলসি করতে না পারা, বিশ্ব বাজারে কুডয়েলের মুল্য বৃদ্ধি ইত্যাদি।  তাছাড়া সব কোম্পানিও নতুন করে মুল্য বৃদ্ধি করছে , তাছাড়া গ্যাস সরবরাহ সাভাবিক হতে আরো বেশ কিছু দিন সময় লাগবে , কিন্তু আমরা বেশ কিছু দিন ধরে  লক্ষ করছি যে আইন শৃংখলা বাহিনি সহ ভোক্তা অধিকারের ম্যাজিস্টে আমাদের ছোট ছোট  ব্যবসায়ীদের হয়রানি করছে এবং আমাদের অযথা জরিমানা করছে, উনারা আমাদের হয়রানি  না করে , খুলনায় বড় বড় পরিবেশক আছে তাহাদের কে জিজ্ঞাসা করতে পারেন যে আমাদের কে কেন সঠিক ভাবে গ্যাস সরবরাহ করছে না এবং মোংলা তে ও বড় বড় কোম্পানি আছে তাহাদের কে জিজ্ঞাসা করতে পারেন  কেন গ্যাস সরবরাহ নেই, তারপর আমাদের যদি দোষ ত্রুর্টি থাকে তা হলে আমাদের ব্যবস্থা নেয়ার অনুরোধ করছি। খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতি অবিলম্বে ছোট ছোট ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করার আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন।

বিবৃতি দাতারা হলেন-  খুলনা এল পি গ্যাস ব্যবসায়ি মালিক সমিতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ অদুদ মিয়া, মোঃ সাদ্দাম হোসেন জুয়েল , মোঃ রফিক, মোঃ নাদিম মোল্লা বাবু, মোঃ তামান্ন,  মোঃ বাবর আলী ,  মোঃ নুরু,বাদশা হাওলাদার , মোঃ জামাল হোসেন,  মোঃ জাকির হোসেন, মোঃ আকতার হোসেন,  বকশি সাইফুল ইসলাম, মোঃ সোহাগ, মোঃ আলি, মোঃ লিটু, সহ অন্যান্ন নেতৃবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির