নিউজ ডেস্কঃ
ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আসছেন।
বুধবার ঢাকায় তারা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অন্ত্যোষ্টিক্রিয়ায় যোগ দেবেন।
মঙ্গলবার ঢাকায় দুই দেশের দূতাবাসের তরফে তাদের সফরের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রভাবশালী নেতা খালেদা জিয়ার মৃত্যুতে শোকও জানিয়েছে দুই দেশের সরকারপ্রধান।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরের তথ্য দিয়েছে।
আর ঢাকায় পাকিস্তান হাই কমিশনের প্রেস কাউন্সেলর ফাসিহ উল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার দেশের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দারের আসার তথ্য নিশ্চিত করেছেন।
ইসাহাক দার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভারতের সরকার ও জনগণের পক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অন্ত্যোষ্টিক্রিয়ায় যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সে অনুযায়ী বুধবার ঢাকা সফর করবেন তিনি।”
বাংলাদেশে ক্ষমতার পালাবদলে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ভারতের কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর।