এছাড়া বিকেলে জিআইজেড মিলনায়তনে সড়ক, মহাসড়ক ও সেতুসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সজ্জিতকরণ উপকমিটি এবং র্যালি বাস্তবায়ন উপকমিটির সভাও অনুষ্ঠিত হয়। পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সড়ক, মহাসড়ক ও সেতুসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সজ্জিতকরণ উপকমিটির আহবায়ক ও কেসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ এবং র্যালি বাস্তবায়ন উপকমিটির আহবায়ক ও কেসিসি’র সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম।
সভায় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও সেতুসহ স্থাপনাসমূহে বিলবোর্ড ডিসপ্লে, ফেস্টুন, প্লাকার্ড ও রঙিন পাতাকা দ্বারা সজ্জ্বিত করার পাশাপাশি আলোক দ্বারা সজ্জ্বিত করার প্রস্তাব গৃহীত হয়। এছাড়া নগরীর শহিদ হাদিস পার্ক, রূপসা, সাত রাস্তা, শিববাড়ি, গল্লামারী, জোড়াগেট ও নতুন রাস্তার মোড়সহ দৌলতপুর শহিদ মিনার চত্বর এবং ফুলবাড়ি গেটে সপ্তাহব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিডিও ডিসপ্লে প্রদর্শনের সুপারিশ গৃহীত হয়।
সভায় কেসিসি’র ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ^াস, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, কালেক্টর অব ট্যাক্সেস মো: আব্দুল মাজেদ মোল্যা, এস্টেট অফিসার গাজী সালাউদ্দীন, বাজার সুপার শেখ শফিকুল হাসান, স্টোর সুপার উজ্জ্বল কুমার সাহা, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোস্তাফিজুর রহমান, উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো: মনিরুজ্জামান মিঠু ও মো: মনিরুজ্জামান, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো: সেলিমুল আজাদ, লাইসেন্স অফিসার (বাণিজ্য) খান হাবিবুর রহমান ও লাইসেন্স অফিসার (যানবাহন) শেখ মো: দেলোয়ার হোসেন, এ্যাসেসর মো: নাজমুল হক মুকুল, নিরাপত্তা সুপার আলমগীর কবির বিশ^াস, সহকারী কঞ্জারভেন্সী মো: জিয়াউর রহমান, কঞ্জারভেন্সী সুপার ভাইজার নাজমুল হক, স্বাস্থ্য বিভাগের প্রধান সহকারী মো: শাহীনুর জামান, প্রশাসনিক শাখার উচ্চমান সহকারী জি এম কুতুব উল আলম, কম্পিউটার অপারেটর আরিফ বিল্লাহ, সম্পত্তি শাখার সহকারী মো: ওমর ফারুক, স্টোর কিপার মো: রফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-খুলনা জেলা কমিটির সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি, মুখপাত্র মিরাজুল ইসলাম ইমন, ছাত্র প্রতিনিধি মো: নাঈম ইসলাম, আশিকুর রহমান, মো: নাজমুল হোসেন, মো: নাজমুল ইসলাম ইমরান, বোখারী শিকদার, সাইফ নেওয়াজ, মো: সাইফুল ইসলাম, আলফশাহরীন প্রত্যুষ, মো: কাবিরুল ইসলাম বিন্দু, শাম্মী ইসলাম প্রমুখ পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির