ইতিহাস পর্যালোচনাঃ ১৯৭১ সালে দুটো যুদ্ধ হয়, একটি মুক্তিযুদ্ধ, অপরটি পাক ভারত যুদ্ধ 

১৯৭১ সালের আমাদের মুক্তিযুদ্ধ ও ১৯৭১ সালের পাক-ভারত যুদ্ধ দুটো আলাদা ঘটনা। ভারত আমাদের হয়ে যুদ্ধে নেমে পড়েনি, পাকিস্তানই ভারত আক্রমণ করেছিল।

 

সেই যুদ্ধ শুরু হলে ভারত পূর্বাঞ্চলে অর্থাৎ বাংলাদেশেও পাকিস্তানের বিরুদ্ধে মানে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। এর অর্থ দুটো যুদ্ধ।

 

এর অর্থ দুটো যুদ্ধ। একটি শুরু হয়েছিল ২৬ মার্চ ১৯৭১, যেটা আমাদের মুক্তিযুদ্ধ যেটি পাকিস্তানীদের মতে ছিল আভ্যন্তরীন সন্ত্রাস দমন, যুদ্ধ নয়।

 

আর অপরটি ছিল পাক ভারত যুদ্ধ, যেটা শুরু হয় ৩ ডিসেম্বর ১৯৭১, যেটা শুরু করে পাকিস্তান। দুটো যুদ্ধই শেষ হয় ১৬ই ডিসেম্বর এক সাথে পাকিস্তানের পরাজয় বরন করে অস্ত্র সমর্পনের মাধ্যমে।

মুক্তিযুদ্ধ ও ভারত-পাকিস্তানের ১৯৭১ সালের যুদ্ধ নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক অজ্ঞতা ও ভুল বোঝাবুঝি আছে।

 

বিষয়টি নিয়ে পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ ও রাজাকার আলবদর কতৃক নানা ধরণের গুজব ও অপতথ্য ছড়ানো হয়।

পাশাপাশি ১৯৭৫ থেকে ১৯৮৫ পর্যন্ত বাংলাদেশে ততকালীন  সরকার গুলো পরোক্ষভাবে পাকিস্তানী গুজব ও অপতথ্যগুলো ছড়িয়ে বেড়িয়েছে। সেই সাথে তখন এসব সত্য বললে শাস্তি দেওয়ার কথাও শোনা যায়।

 

 ১৯৭১ সালের ২৬ মার্চ আমরা আমাদের গর্বের স্বাধীনতা ঘোষণা করলেও সেটাকে পাকিস্তান সরকার, পশ্চিম পাকিস্তানের জনগণ ও তাদের পক্ষের বাঙালি দালালেরা ভারত প্ররোচিত কিছু সন্ত্রাসী গোষ্ঠীর রাষ্ট্রবিরোধী কার্যক্রম হিসাবেই দেখত।

উল্লেখ্য, পূর্ব পাকিস্তানের জনগণ দীর্ঘদিন ধরে পশ্চিম পাকিস্তানের দমনমূলক শাসনের অধীনে ছিল।

১৯৭০ সালের সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের বিজয় পশ্চিম পাকিস্তান কর্তৃক অগ্রাহ্য করা হয়। এর পরিণতিতে, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে সামরিক অভিযান চালায়, যা ব্যাপক গণহত্যা, নির্যাতন ও শরণার্থী সংকটের সৃষ্টি করে।