আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ক্যাপসনঃ আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের জেলা কমান্ড্যান্ট ও উপজেলা/ থানা
কর্মকর্তাদের সাথে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময়
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি, খুলনা রেঞ্জের
উপমহাপরিচালক মোঃ নুরুল হাসান ফরিদী, বিএএম।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয়
গণভোটকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের
কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা আজ সকাল ২ টায় আনসার ও ভিডিপি
রেঞ্জ কার্যালয়, খুলনা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা এবং
ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের প্রস্ততি ও কর্মপরিকল্পনা
নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, এবারের নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে সদস্য মোতায়েন
থাকবেন, যার মধ্যে অস্ত্রধারী সদস্য ৩ জন অন্তর্ভুক্ত থাকবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের
উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী, বিএএম বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা ভোট
কেন্দ্রে ’প্রথম প্রতিরক্ষা স্তর’ হিসেবে কাজ করবেন। প্রিজাইডিং অফিসারদের নিরাপত্তা
এবং ব্যালট বক্সের সুরক্ষার জন্য একজন অন্ত্রধারী আনসার সদস্য সার্বক্ষণিক নিয়োজিত
থাকবেন।
প্রথম বারের মতো আনসার বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনও উপস্থিতির তথ্য পর্যবেক্ষণে
ডিজিটাল মনিটরিং সিস্টেম ও ’নির্বাচন সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হবে বলে কর্মকর্তাদের
অবহিত করা হয়। তিনি জোর দিয়ে বলেন, এইবার অঠগওঝ এবং ঝঞউগঝ সফটওয়্যারের মাধ্যমে
সম্পূর্ণ সচ্ছতার সহিত ভোটকেন্দ্রে আনসার সদস্যদের মোতায়েন করা হবে। যা বাহিনীর
ইতিহাসে অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছে। ভোটকেন্দ্রে আনসার সদস্যরা নির্বাচনী প্রার্থীদের
কাছ থেকে কোন খাবার গ্রহণ করতে পারবে না, সম্পূর্ণ নিজের টাকার মাধ্যমে খাবার
গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন, সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার
প্রয়োগ করতে পারে, তার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। যেকোনো মূল্যে পেশাদারিত্ব
এবং নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করার জন্য কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
’’এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য একটি বড় পরীক্ষা। এই নির্বাচনে
আনসার ও ভিডিপি সদস্যরা দেশপ্রেম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে একটি অবাধ ও সুষ্ঠু
নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।’’
সভায় খুলনা রেঞ্জের সকল জেলা কমান্ড্যান্ট ও উপজেলা/থানা আনসার ও ভিডিপি
কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির